গাংনীতে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা শামীমা ইয়াসমিন কনা নিহত 

meherpurerkanthomeherpurerkantho
  প্রকাশিত হয়েছেঃ  09:15 PM, 23 January 2023

মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় শামীমা ইয়াসমিন কনা (৫৩) নামের করমদি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নিহত হয়েছে। সোমবার ২৩ জানুয়ারি সকাল ৮ টার সময় মেহেরপুর – কুষ্টিয়া পাকা সড়কে পশ্চিম মালসাদহ গ্রামের জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীমা খাতুন করমদি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও একই গ্রামের ফিরোজ আহমেদের স্ত্রী। ফিরোজ আহাম্মদ করমদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ ইছাহক আলী বিশ্বাস জানান, শামীমা ইয়াসমিন কনা করমদি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তার স্বামী ফিরোজ আহমেদের সাথে মোটরসাইকেল যোগে প্রশিক্ষনে অংশগ্রহণ করার জন্য গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার সময় পথিমধ্যে পশ্চিম মালসাদহ জোড়া ব্রিজ এলাকায় পৌঁছালে মেহেরপুরের দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়।

এ সময় মোটরসাইকেল আরোহী শামীমা ইয়াসমিন কনা পাকা রাস্তার উপর পড়ে গেলে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন।

দুর্ঘটনার পরপরই চালক ড্রাম ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। গাংনী থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ড্রাম ট্রাকটিকে সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান।

আপনার মতামত লিখুন :