গাংনীতে ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

meherpurerkanthomeherpurerkantho
  প্রকাশিত হয়েছেঃ  02:30 PM, 25 March 2024

গাংনী উপজেলা প্রতিনিধি: মেহেরপুরের কন্ঠ :মেহেরপুরের গাংনীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ এএসএম নাজমুল হক সাগর(এমপি)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, গাংনী উপজেলা  সহকারী কমিশনার (ভূমি)নাদির হোসেন শামীম , গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, গাংনী সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যপক ও বিশিষ্ট ছড়াকার ও কথা সাহিত্যিক রফিকুর রশীদ রিজভী, সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান রাশেদুজ্জামান জুয়েল, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান হোসেন, গাংনী সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক নাসিরুদ্দিন, সাবেক মুজিব নগর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মুরাদ হোসেন, গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা প্রমুখ। এ সময় বীর মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রধানগন, সাংবাদিক, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার মাহাবুব রহমান।

আপনার মতামত লিখুন :