গাংনীর কাষ্টদহ গ্রামে মুদি ব্যবসায়ী রফিকুল ইসলামের আত্মহত্যা

meherpurerkanthomeherpurerkantho
  প্রকাশিত হয়েছেঃ  01:51 PM, 27 November 2022

এম এ লিংকন : মেহেরপুরের কন্ঠ :

মেহেরপুরের গাংনী উপজেলা কাষ্টদহ গ্রামে রফিকুল ইসলাম (৪৩) নামের ১ মুদি ব্যবসায়ি আত্মহত্যা করে। ব্যবসায়ি রফিকুল ইসলাম কাষ্টদহ গ্রামের ইদ্রিস আলী ওরফে ইদু বকসের ছেলে।

রবিবার সকাল ১১টার সময় রফিকুলকে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে পেঁচানো অবস্থায় উদ্ধার করে গাংনী থানা পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায় , রফিকুল ইসলাম শনিবার দিবাগত রাতে নিজ মহল্লা থেকে টেলিভিশনের মাধ্যমে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়িতে আসে। সকাল তার নিজ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। কি কারণে সে আত্মহত্যা করেছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

রফিকুল ইসলামের স্ত্রী সালমা খাতুন মেহেরপুরের কন্ঠকে জানান, আমার স্বামী ৪,বছর আগে কর্মের জন্য সৌদি আরবে গিয়েছিল। শারীরিক সমস্যার কারণে পরে বাড়ি চলে আসে। বাড়ি এসেও তার হার্ডের রােগসহ বেশ কিছু রােগ দেখা দেয়। পরে তার শরীরে পরপর একাধিকবার রিংস্থাপন করা হয়েছে। অসুস্থ অবস্থায় সে বাড়ির পাশে মুদি দােকান দিয়ে ব্যবসা করে আসছিলেন। কি কারণে আত্মহত্যা করেছেন

তা বুঝতে পারছিনা। স্থানীয় পল্লী চিকিৎসক কাষ্টদহ গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম মেহেরপুরের কন্ঠকে জানান, রফিকুল ইসলামের বাড়িতে কােন ঝগড়া বা কারাের উপর অভিমান ছিলােনা। কেন এমনটি করেছেন তা কেউ বলতে পারছেনা

কষ্টদহ গ্রামের মৎস্যজীবী আক্কাস আলী মেহেরপুরের কন্ঠকে জানান,শহিদুল কেন আত্মহত্যা করেছেন তা কেউ বুঝতে পারছেনা। তবে রােগের যন্ত্রণা সহ্য করতে না পেরে হয়তোবা আত্মহত্যা করেছে বলে অনেকের ধারণা

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :