মেহেরপুরের গাংনীতে কৃষি প্রণোদনা পাট ও ধান বীজ প্রদান

meherpurerkanthomeherpurerkantho
  প্রকাশিত হয়েছেঃ  05:57 PM, 31 March 2024

মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরের কন্ঠ :

মেহেরপুরের গাংনী উপজেলায় কৃষি প্রণোদনা হিসাবে (৩১ মার্চ) সকাল ১১ টার সময় গাংনী উপজেলা সভা কক্ষে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা,স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান হোসেন , অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মোঃ রাসেল রানা, সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষক ।অনুষ্ঠান সঞ্চালনা করেন আঃ রউফ কৃষি সম্প্রসারণ অফিসার। অনুষ্ঠানে কৃষি প্রণোদনা হিসাবে খরিপ ১/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৬ হাজার কৃষক কে আউশ ধান ও ৫ হাজার জন পাট বীজ কৃষক কে প্রদান করা হয়। এবং সেই সাথে যারা আউশ ধান চাষ করবে তাদেরকে ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :