মেহেরপুরের গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে । ৭ বছর পর কবর থেকে লাশ উত্তোলন

meherpurerkanthomeherpurerkantho
  প্রকাশিত হয়েছেঃ  06:19 PM, 11 January 2024

এম এ লিংকন : মেহেরপুরের কন্ঠ
মেহেরপুরের গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধের কারনে ৭ বছর পর কবর থেকে আল কবির নামের এক ব্যক্তির লাশ উত্তোলন করেছে পুলিশ। আদালতের নির্দেশে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) পৌর শহরের পূর্ব মালশাদহ গ্রামের কবরস্থানে থেকে তার লাশ উত্তোলন করা হয়।
গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আব্দুল্লাহ আল মারুফ সহ গাংনী থানা পুলিশের টিমের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।
জানা যায়, আল কবির সে তার পালিত পিতা আব্দুল লতিফ ও মা হাজেরা খাতুনের কাছে ছোট থেকে বড় হয়। পালিত আল কবিরের ভবিষ্যত ভেবে কিছু জমি তার নামে লিখে দেন তারা। এরপর ২০১৬ সালে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় আল কবির।
আল কবিরের মৃত্যুর পর তার জমির ভাগ জন্মদাতা পিতা খোকন আলী ও  মা বিউটি খাতুন পাবে বলে তার চাচা আবুল কাশেমের সাথে পালিত পিতা আব্দুল লতিফের সাথে বিরোধ সৃষ্টি হয়।
এঘটনায় ২০১৮ সালে আদালতে আব্দুল লতিফ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলা নং-৩/২০১৮। মেহেরপুর জেলা যুগ্ম জজ আদালতের বিচারক এহসান কবির হোসেনের নির্দেশে পিতা  সনাক্তকরণের জন্য তার লাশ উত্তোলন করে পুলিশ।

আপনার মতামত লিখুন :