মেহেরপুরের গাংনীতে স্বল্প পুঁজি নিয়ে তিলের খাজা বিক্রি করে সফল কসবা গ্রামের আব্দুর রাজ্জাক 

meherpurerkanthomeherpurerkantho
  প্রকাশিত হয়েছেঃ  05:38 PM, 09 January 2023

জাহাঙ্গীর আলম সবুজ : মেহেরপুর জেলা প্রতিনিধি

মেহেরপুর জেলার গাংনী উপজেলার ৮ নং ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামের মোল্লাপাড়ার, মৃত ওলিউর ওরফে  ভিক্ষুর ছেলে আব্দুর রাজ্জাক,(৬৫ )আজ থেকে প্রায় ৪২ বছর আগে নুন আনতে পান্তা ফুরাতো, পাঁচ কেজি আখের গুড়ের তিলের খাজা বানিয়ে হাটে বাজারে গ্রামে গ্রামে ফেরি করে  বিক্রি করা শুরু করে। এরপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি প্রথমে পায়ে হেঁটে তারপরে বাইসাইকেলে তারপরে ভ্যান গাড়িতে তারপরে মোটরসাইকেলে নিয়ে গাংনী উপজেলার বিভিন্ন হাটবাজারে বিক্রয় করে থাকেন, প্রায় অর্ধ কোটি টাকার সম্পদ গড়েছেন হকার আব্দুর রাজ্জাক, সংসার জীবনে এক স্ত্রী পাঁচ ছেলে দুই মেয়ে, ছোট ছেলে ইসলামিক ইউনিভার্সিটিতে মাস্টার্স করছেন, ছেলেদের  সবাই খাঁজা বিক্রি করে  দাখিল পর্যন্ত লেখাপড়া  করিয়েছন,  কর্মজীবনে চার ছেলে মিষ্টি  বিক্রেতা,আব্দুর রাজ্জাকের বাবার রেখে যাওয়া ৪০ শতক জমি মালিক ছিলেন  পরে খাজা বিক্রি করে ৯ আবাদি বিঘা জমি ক্রয় করেছেন, দুই মেয়েকে বিয়ে দিয়েছেন, চার ছেলেকে পাকা ছাদের  বাড়ি করে দিয়েছেন। কিছু দিনের আগে  মাইক্রোও কিনেছিলেন। সর্বশেষ ২০২২ সালে হজ্জ করেছেন আব্দুর রাজ্জাক। মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য নিজের ৫ কাঠা জমিও দিয়েছিলেন পরে উক্ত জমিতে স্থান সংকলন না হওয়াতে  মাদ্রাসা সরিয়ে নিয়ে যায়। এমন সফলতার কথা মেহেরপুরের কন্ঠ সংবাদদাতকে জানিয়ে বলেন আমার চাওয়া পাওয়ার আর কিছু নেই আমি আমার পরিবার নিয়ে অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ।

আপনার মতামত লিখুন :