মেহেরপুরের গাংনীতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকীয় ও জাতীয় শিশু দিবস পালন 

meherpurerkanthomeherpurerkantho
  প্রকাশিত হয়েছেঃ  03:38 PM, 17 March 2024

গাংনী উপজেলা প্রতিনিধি :মেহেরপুরের কন্ঠ:

১৭ মার্চ রবিবার সকাল ৯:৩০ ঘটিকার সময় গাংনী উপজেলা প্রশাসেনর আয়োজনে উপজেলা পরিষদে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

পুষ্পমাল্য শেষে ঢাক ঢোল বাজিয়ে একটি বর্ণাঢ্য রেলি র গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন শেষে পরিষদের সামনে এসে শেষ হয়।

গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহার সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।

কোরআন তেলাওয়াত করেন উপজেলা পরিষদের মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা সাইদুর ইসলাম, গীতা পাঠ করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের নিরঞ্জন চক্রবর্তী, উক্ত অনুষ্ঠানের প্রধানঅতিথি ছিলেন গাংনীউপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, এ সময় আরো উপস্থিত ছিলেন গাংনী পৌর সভার মেয়র আহমেদ আলী,গাংনী উপজেলা সহকারী ভূমি কমিশনার নাদির হোসেন শামীম গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম শফিকুল আলম, কথা সাহিত্যিক গাংনী সরকারি ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক রফিকুর রশিদ রিজভী, মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম , উপজেলা কৃষি সম্প্রসন কর্মকর্তা ইমরান হোসেন, সমবায় কমকর্তা মাহাবুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরো ওম ডাঃ মারুফ,উপজেলা প্রকৌশলী ফায়সাল আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার শাহিদুর রহমান শহীদ, মুক্তিযোদ্ধা সোহারাব হোসেন,সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা শিক্ষক মন্ডলীরা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রন মিডিয়ার সাংবাদিকদরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে বঙ্গবন্ধু ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতির শিশু দিবস উদযাপনের উপর প্রতিযোগিতা অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা। এই মহতি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক।

আপনার মতামত লিখুন :