দৌলতপুরে জিনের বাদশাহ রুবেলের প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব মুদিও দোকানী নাসির

meherpurerkanthomeherpurerkantho
  প্রকাশিত হয়েছেঃ  10:39 AM, 13 February 2023

প্রথমে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করে বাঁকি নেয়া, সাধারণ ডায়েরীভুক্ত চেক দেয়া, কখনো পুলিশ, কখনো জিনের বাদশা পরিচয় দিয়ে লাখ  লাখ টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে। অভিযোগের তীর কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা হলুদবাড়ী গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে রুবেলের বিরুদ্ধে। এলাকাবাসীর ভাষ্য, এই প্রতারক রুবেলের কাছে পাওনা টাকা চাইতে গিয়ে হেনস্তার শিকার হচ্ছেন নাসির উদ্দিন নামে এক মুদিও দোকানী। সে একই এলাকার মৃত নইমদ্দিনের ছেলে।

ভুক্তভোগী নাসির জানান, ভৈরব কোরিয়ার চর বাজারে মোল্লা ফ্রেশ চানাচুর কারখানা স্থাপন করেন । চানাচুর বাজারজাত করে জীবিকা নির্বাহ করতেন। আত্মীয়তার সুবাদে রুবেল কে ডিলার নিয়োগ দিয়ে চানাচুরের ব্যবসা শুরু করেন।

সরল বিশ্বাসে ১৫ লাখ টাকা সমমূল্যের চানাচুর রুবেলের অনুকূলে হস্তান্তর করেন। এরপর ভোল পাল্টে যায় । ভেড়ামারা ষোলদাগের জনৈক বাউলের মাধ্যমে ঈশ্বরদী বাজারস্থ অপু স্টোরি চানাচুর বিক্রি করেন। চানাচুরের মূল্য পরিশোধ করেন নি রুবেল।  এক পর্যায়ে ৭ লাখ টাকা নগদ ও মার্কেন্টাইল ব্যাংকের নিজ নামীয় ৮ লাখ টাকার চেক প্রদান করেন । সংশ্লিষ্ট ব্যাংকে চেক ডিসঅনার হলে বিপাকে পড়েন নাসির। নাসির কে দেয়া চেক টি হারিয়ে গেছে বলে থানায় সাধারণ ডায়েরি করেন রুবেল।

নাসির জানান, টাকা আত্মসাত করতেই বিভিন্ন নাটক সাজিয়ে আমাকে সামজিকভাবে হেয় প্রতিপন্ন করছে। সম্প্রতি পাওনা টাকা চাওয়ায় নাসির কে হত্যার হুমকি দেয় অভিযুক্ত রুবেল। এ ব্যাপারে ভুক্তভোগী নাসির দৌরতপুর থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন। যার নং ৫২৯ তারিখ ৯/০২/২০২৩ । জিডি সূত্রে জানা গেছে, গত বুধবার(৮ ফেব্রুয়ারী) রাত ৮ টায় আল্লারদর্গা বাজারস্থ নিজ মুদিও দোকানে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করছিলেন নাসির। এসময় রুবেল দোকানের সামনে আসলে পাওনা টাকা চায় নাসির। রুবেল ক্ষিপ্ত হয়ে নাসির কে হত্যার হুমকি দেয় । বাদশাহ,স্বাধীনসহ স্থানীয়রা এসময় উপস্থিত ছিলেন। এই ঘটনার জের ধরে নাসির দৌলতপুর থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেন।
স্থানীয়দের অভিযোগ,মাদক চোরাচালান,দেহ ব্যবসা ও ব্লাকমেইল করে বিপুল পরিমাণ অর্থ সম্পদের  মালিক হয়েছেন রুবেল। জিনের বাদশাহ পরিচয় দিয়ে সহজ-সরল মানুষ কে মোবাইলের কল দিয়ে টাকা হাতিয়ে নেয় রুবেল।

আপনার মতামত লিখুন :